ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৬ জুন ২০২৩

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আগামী মাসের প্রথমার্ধে ঢাকায় আসছেন। স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে তিনি এ সফর করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্ভাব্য সফরকে ঘিরে কাজ চলছে। সফরের বিষয়ে বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র কারো পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

নিরাপত্তাসহ অন্যান্য কারণে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সাধারণত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর নিয়ে মন্তব্য করে না। সফর চূড়ান্ত হয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গণতন্ত্র শক্তিশালীকরণ, সর্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানবপাচার দূর করার জন্য বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে উচ্চ পর্যায়ের বেশ কিছু সফর হয়েছে।

গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশ সফর করেন। এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও এ বছরের শুরুতে বাংলাদেশ সফর করেন। আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গেও তিনি সফর করতে পারেন বলে জানা গেছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি