ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১৪ অক্টোবর ২০১৭

আগামীকাল রোববার (১৫ অক্টোবর) ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। মিয়ানমার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকায় আসছেন তিনি।

রোববার সকালে একটি বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।ঢাকায় নেমেই তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাত করবেন।

মালয়েশিয়া বরাবরই রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার এবং রোহিঙ্গাদের সহায়তা বরাবরই দেশটি এগিয়ে এসেছে ।দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ। এরইমধ্যে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা বিপন্ন রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

এর আগেও রোহিঙ্গা পরিস্থিতি দেখার জন্য ঢাকা এসেছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। এছাড়া ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেতনো এল মারসুদিও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছিলেন।

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি