ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঢাকায় ‘উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১ মার্চ ২০১৮

উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৩ মার্চ। এটি আয়োজন করছে ঢাকা চলচ্চিত্র আন্দোলন। এ উপলক্ষে বাংলাদেশি নির্মাতাদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।

দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হবে উত্তরা ৩নং সেক্টরের রবীন্দ্র সরণির বটতলায়। আগামী ১০ মার্চের মধ্যে অনূর্ধ্ব ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেয়া যাবে।

উৎসব কমিটির আহ্বায়ক বিশিষ্ট নির্মাতা নুরুল আলম আতিক জানান, নবীন নির্মাতাদের চলচ্চিত্রের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র স্থাপন করার জন্য আমরা উন্মুক্ত স্থানে উৎসবটির আয়োজন করেছি। উৎসবে আমন্ত্রিত ও প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেয়ার লিংক : https://goo.gl/sifS8s

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি