ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ঢাকায় ক্রিস গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৫ জানুয়ারি ২০১৯

শীতের আমেজে আজ শনিবার থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ পর্ব। জাতীয় দলের তারকাদের মতো বিদেশি তারকারা যোগ দিচ্ছেন নিজ নিজ দলে। ক্রিকেটের ছোট এই সংস্করণে সবচেয়ে আতঙ্কের নাম ক্রিস গেইল। বিপিএলে রংপুর রাইর্ডাসের হয়ে খেলতে উদ্বোধনী দিনেই ঢাকায় পা রাখলেন উইন্ডিজের এই তারকা ক্রিকেটার।

উদ্বোধনী দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ মুশফিকের চিটাগং।

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা বলা হয় গেইলকে। ক্যারিবীয় এই তারকার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এবারের আসরেও চ্যাম্পিয়নদের দলে খেলবেন বাঁহাতি এই বিস্ফোরক ক্যারিবীয় ওপেনার।

তবে রংপুর রাইডার্সের সূত্রে জানা গেছে, আজকে এসে পৌঁছালেও প্রথম ম্যাচে বিশ্রামেই থাকছেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামবেন গেইল।

এ দিকে, চার-ছক্কার ধুন্ধুমার এই ক্রিকেট লড়াইয়ে প্রস্তুত রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে মাঠে নামার অপেক্ষায় দলগুলো। বসে নেই ক্রিকেটপিপাসু দর্শক-সমর্থকও। প্রিয় দলের খেলা দেখতে ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছেন তারা।

বিপিএলে এবারের আসরেও অংশ নিচ্ছে ৭টি দল। উদ্বোধনী দিনে দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ঢাকা ডায়নামাইটস লড়বে রাজশাহী কিংসের সঙ্গে।

সূচি অনুসারে ম্যাচগুলো রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন হবে। গেল বছর বিপিএলের ৫ম আসর শুরু হয়েছিল সিলেট থেকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি