ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় নেমেই চট্টগ্রাম গেল জিম্বাবুয়ে ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ২৮ এপ্রিল ২০২৪

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিকান্দার রাজার নেতৃত্বে আজ বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ৩ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ঢাকায় পৌঁছে সেখান থেকেই সরাসরি চট্টগ্রামে উড়ে যায় পূর্ব আফ্রিকান দলটি। বন্দর নগরী চট্টগ্রামে ৩, ৫ এবং ৭ মে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ঢাকায় ১০ ও ১২ মে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশের ১৭ সদস্যের প্রাথমিক দলটি তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন শেষ করেছে।

সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা নিজ নিজ দলের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে ঢাকায় ফিরবেন।

জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনডিলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি