ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় রেলক্রসিং অবরোধ, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১২:২৬, ১৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় রেলযোগাযোগ বন্ধ হয়। 

সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। জানা গেছে, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবরোধ করেছেন শ্রমিকরা।

অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, সকাল পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি