ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঢাকায় শাবিপ্রবি শিক্ষকদের প্রতিনিধি দল

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ২২ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৪৭, ২২ জানুয়ারি ২০২২

আমরণ অনশনে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা

আমরণ অনশনে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী আন্দোলন সমাধানের উদ্দেশে ঢাকায় গেছেন শিক্ষকদের একটি প্রতিনিধি দল। 

শুক্রবার রাতে তারা ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ। তবে কার সাথে দেখা করতে যাচ্ছেন সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি তিনি।  

অধ্যাপক ড. তুলসী কুমার দাশের নেতৃত্বে যাওয়া এ প্রতিনিধি দলে আরও আছেন শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

এর আগে শুক্রবার শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর ডা. দীপুমণি। ওই দিন দুপুরে শিক্ষার্থীদের সাথে মুঠোফোনে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। আমরা চাই প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ভালোভাবে চলুক। তোমাদের বিশ্ববিদ্যালয়ের এ সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি তোমাদের আহ্বান জানাচ্ছি, তোমরা আমাদের সাথে আলোচনা করতে আসো। তোমরা যখনই আসবে আমরা তোমাদের সমস্যা নিয়ে আলোচনায় বসবো। আমরা চাই আমাদের সন্তানেরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তাদের কোন সমস্যা হোক সেটা আমরা চাই না।’

তবে শিক্ষার্থীরা বলেছেন, ‘আমাদের সহপাঠী ও ভাইবোনরা অনেকে অনশন করছেন। তাদের বেশির ভাগেরই শারীরিক অবস্থা ভালো নয়। তাদেরকে রেখে এভাবে আমরা ঢাকায় যেতে চাই না। ক্যাম্পাসে বসে আলোচনা করতে চাই। বর্তমানে অনলাইনে আলোচনা করে অনেক কিছু সমাধান করা সম্ভব হচ্ছে। আমাদের বিষয়টিও অনলাইনে বসে আলোচনা করে সমাধান করা সম্ভব।’

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রয়োজনে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসবেন। তবে সেজন্য এক থেকে দুইদিন সময় লাগবে। এজন্য শিক্ষার্থীদেরকে সময় দিতে হবে। তবে, শিক্ষার্থীরা চাইলে শনিবার বিমানযোগে ঢাকায় যেতে পারবেন। যাওয়া-আসার খরচ মন্ত্রী বহন করবেন।’

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি