ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোল পূর্ণিমা উৎসব

ঢাকেশ্বরী মন্দিরে দোল পূজা (ভিডিও)

প্রকাশিত : ১৪:৩৭, ২১ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:১৩, ২১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় দোল পূর্ণিমা বা হোলি উৎসব। শ্রীকৃষ্ণের দোল যাত্রার দিনে ঢাকেশ্বরী মন্দিরে হয়েছে দোল পূজা। রাধা-কৃষ্ণের পায়ে আবির মাখিয়ে নিজেদের মধ্যে রঙ খেলায় মাতেন ভক্তরা। নানা রঙে রঙিন হওয়ার দিনে ভক্তদের আশা, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে কোনো ভাবেই যেনো ভর না করে মৌলবাদ।

এ রং ফাগুনের, তাই মনের রঙের সঙ্গে আবির মিলে একাকার।

দোলযাত্র বা রংয়ের উৎসব। বৈষ্ণব মতে, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন। সেই থেকেই দোল খেলার উৎপত্তি। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে দোল যাত্রার দিন সকালে তাই রাধা কৃষ্ণের পায়ে আবির মাখিয়ে রাঙা হন সকলে।

পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমাও বলা হয়ে থাকে।

পুরান ঢাকার শাঁখারী বাজারের মন্দিরগুলোতে দোল পূজায় মাতেন সনাতন ধর্মের অনুসারীরা। বের করা হয় শোভাযাত্রা।

তবে বিশৃঙ্খলা এড়াতে শাঁখারী বাজারসহ সব মন্দিরেই মোতায়েন করা হয় কয়েক স্তরের নিরাপত্তা।

তিনদিনের এ উৎসবে আগামী দুদিন চলবে রং খেলার উৎসব।

বিস্তারিত ভিডিওতে দেখুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি