ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিলেন প্রধান বিচারপতি
প্রকাশিত : ১৯:৩২, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৫৪, ৫ অক্টোবর ২০১৭
ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজায় অংশ নিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা। বৃহস্পতিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যান বিচারপতি সিনহা। তার আগে হেয়ার রোডে বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
ঢাকেশ্বরী মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টচার্য্য গণমাধ্যমকে জানিয়েছেন, পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো মন্দিরে অবস্থান করেন।
তিনি আরো জানিয়েছেন, ঢাকেশ্বরী মন্দিরের অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি। সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন।
প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে আছেন।
ডব্লিউএন
আরও পড়ুন