ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার
প্রকাশিত : ১৯:১০, ২৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:০৪, ৩০ নভেম্বর ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার শুরু হবে। প্রথম দিন হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা এ পরীক্ষা হবে।
এই ইউনিটে ১৬ হাজার ৯০০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৩ হাজার ৭০৪ জন। মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রগুলো হলো- ইডেন মহিলা কলেজ (রোল ৩০০০০১-৩০৫০০০), বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (৩০৫০০১-৩০৭৩৯৬), ঢাকা কলেজ (৩০৭৩৯৭-৩১০৮৯৬), কবি নজরুল সরকারি কলেজ (৩১০৮৯৭-৩১২৪৪০), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (৩১২৪৪১-৩১৪৬৪০), সরকারি তিতুমীর কলেজ (৩১৪৬৪১- ৩১৮১৪০), সরকারি বাঙলা কলেজ (৩১৮১৪১-৩২০৬২০), আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ (৩২০৬২১-৩২২১৩০) এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ (৩২২১৩১-৩২৩৭০৪)।
আগামী ৮ ডিসেম্বর বিজ্ঞান এবং ৯ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাত কলেজের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
এসএইচ/
আরও পড়ুন