ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ঢাবি শাখার সভাপতি ও সেক্রেটারি জেনারেলের আত্মপ্রকাশের পর বুধবার (২ অক্টোবর) ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। 

সভাপতি হিসেবে মো. আবু সাদিক (কায়েম) এবং সেক্রেটারি জেনারেলে হিসেবে এস এম ফরহাদ আগেই আত্মপ্রকাশ করেছিল। এছাড়া ১৪ সদস্যের ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর।

এছাড়া বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হয়েছেন। 

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি