ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

ঢাবি ছাত্রীদের জন্য সুখবর, হলে সিট না পেলে মিলবে আবাসন ভাতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১০:৩৩, ১৬ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সুখবর দিয়েছে কর্তৃপক্ষ। আবাসন সংকটের কারণে যেসব ছাত্রী হলে সিট পাওয়ার যোগ্য হয়েও থাকতে পারছেন না, তাঁদের আবাসন সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

জানা গেছে, আবাসনের আওতাভুক্ত কিন্তু হলে সিট পাননি সেসব ছাত্রীরা আগামী ফেব্রুয়ারি মাস থেকে তিন হাজার টাকা করে পাবেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেসব শিক্ষার্থী হলে থাকার যোগ্য, কিন্তু আমরা তাদের সিট দিতে পারছি না, তাদের প্রতি মাসে তিন হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে, তাদের মধ্যে থেকে অনেককেই সিট দেওয়া হয়েছে, যাদের দিতে পারিনি তাদের যাচাই–বাছাই করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘হল নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হতে প্রায় তিন বছর সময় লাগবে। আমরা ঢাবির আশপাশে বিভিন্ন হোস্টেলগুলোতে খবর নিয়ে জানতে পেরেছি একটা সিটের জন্য অন্তত ২ হাজার ৫০০ টাকার মতো লাগে। তাই আমরা ৩ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রতিটি হল থেকে যাচাই-বাছাই করে একটা তালিকা করা হবে। সেই অনুসারে এই আবাসন বৃত্তি দেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর। 

সংবাদ সম্মেলনে সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং মেয়েদের হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ। কেননা এর ফলে  শিক্ষার্থীরা উপকৃত হবেন। সেই সঙ্গে অভিভাবকদের উপর কিছুটা চাপও কমবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি