ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাবি বাংলা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৭ জানুয়ারি ২০১৮

‘শতবর্ষের পথে বাংলা বিভাগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসব আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই পুনর্মিলনীর উদ্বোধন করেন। এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে সাথে বাঙালির ভাষা সংস্কৃতিতে বাংলা বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, মানবিকতা ও আত্মমর্যাদার সাথে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সেতুবন্ধন রচনার ক্ষেত্রেও এ বিভাগ গুরুত্ব দিয়েছে।

এছাড়া অনুষ্ঠানে বাংলা বিভাগের ৬০ দশকের ১৯৬০-৬২ শিক্ষাবর্ষে বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি