ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবি ভাস্কর্য বিভাগের ৫৫ বছর পূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের ৫৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিভাগের অনারারি অধ্যাপক হামিদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে  প্রদর্শনী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
উল্লেখ্য, চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ ১৯৬৩ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উৎসাহে অধ্যাপক আবদুর রাজ্জাকের নেতৃত্বে যাত্রা শুরু করে। আধুনিক ভাস্কর্যশিল্প শিক্ষা চর্চার ক্ষেত্রে এ বিভাগটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ বিভাগের শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে দেশে-বিদেশে ভাস্কর হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি