ঢাবি শিক্ষকের কক্ষ থেকে শিক্ষিকা উদ্ধার
প্রকাশিত : ১১:৩৭, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৫০, ৩১ ডিসেম্বর ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব-উল-হকের কক্ষের তালা ভেঙে সেখান থেকে অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের এক নারী প্রভাষককে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
আকিব-উল-হক ও ওই শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ করেছেন আকিব-উল-হকের স্ত্রী। তার অভিযোগ, শনিবার দুপুরে তিনি স্বামীর কক্ষের সামনে এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। এ সময় তিনি কড়া নাড়তে থাকলে এক পর্যায়ে তার স্বামী বেরিয়ে এসে বাইরে থেকে কক্ষে তালা লাগিয়ে দেন। এই ‘অবৈধ সম্পর্কের’ কারণে তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে।
খবর পেয়ে সহকারী প্রক্টর আবু হোসেন মুহাম্মদ আহসানের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছান। তারা কক্ষের তালা ভেঙে ওই শিক্ষিকাকে উদ্ধার করেন।
সহকারী প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি দেখবে। আমার দায়িত্ব উনাকে (শিক্ষিকা) বের নিয়ে যাওয়া।
অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
//এমআর
আরও পড়ুন