ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্কের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৩ মে ২০১৭

“প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো ‘আন্ত:বিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক ২০১৭’। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিএইডিএস) এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন) মির্জা শওকত আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট রায়হান সানন।
    
এই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ অংশগ্রহণ করছে।   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি