ঢাবিতে বৈধ সিটের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত : ২০:১৫, ১৭ অক্টোবর ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অবৈধ সিট দখলসহ সব ধরনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে বৈধ সিট নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা।
‘বৈধ সিট আমার অধিকার’ -প্রতিপাদ্যে মানববন্ধটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বৈধ সিট নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি দাবি জানান। দাবিগুলো হলো- প্রথম বর্ষ থেকে প্রশাসন কর্তৃক বৈধ সিট বরাদ্দ দেয়া, গেস্টরুম সম্পূর্ণভাবে বন্ধ করা, অবৈধভাবে সিট দখল করে রাখা বহিরাগতদের অবিলম্বে হল ত্যাগে বাধ্য করা, রাজনৈতিক গণরুম বাতিল করা, সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা ও পলিটিক্যাল রুমের নামে রুম দখল বন্ধ করা।
মানববন্ধনে সংহতি জানিয়ে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সজিব বলেন, ‘বৈধ সিট ন্যায্য অধিকার। প্রক্টর, ভিসি শিক্ষকের চেয়ে সরকার দলীয় রাজনৈতিক কর্মীরা হলে ভূমিকা বেশি রাখে। ঢাবিকে পুতুলে পরিণত করেছেন তারা। প্রক্টর, ভিসি সব কিছু দেখেও লেজুড়বৃত্তিতে নিমিত্ত।’
সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, ‘আবরার হত্যাকাণ্ড বুয়েটের কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পুরো বাংলাদেশের নির্যাতনের বহিঃপ্রকাশ। আবরার হত্যা- হাফিজ, আবু বক্কর হত্যারই প্রতিফলন।’ প্রোগ্রামে জনবল পাবে না বলেই ছাত্রলীগ গেস্টরুম, গণরুম বন্ধ করতে চায় না বলেও অভিযোগ করেন তিনি।
সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী ইশরাতুল জাহান নিশি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসেছি স্বাধীনচেতা মনোভাব নিয়ে বেড়ে উঠতে, কিন্তু সেই পরিবেশ পাচ্ছি কই? আমরা আমাদের অধিকার পাচ্ছি না। ভয়ে কথা বলতে পারিনা। ব্যক্তি স্বাধীনতা কেন বাধাগ্রস্ত হবে? বুয়েটে যদি ছাত্ররাজনীতি বন্ধ করতে পারে তাহলে আমরা কেন আমাদের অধিকার বৈধ সিট পাব না।’
ইংরেজি বিভাগের প্রথম শিক্ষার্থী শাহজাহান তানিম বছরের শুরুতে তার হলে থাকার তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন নাকি শেখাবে আমাদের ম্যানার? যারা হত্যা আর খুনের রাজনীতি করে বেড়ায়, যারা গুলি করে মানুষ মারে, যারা রড দিয়ে পিটিয়ে মানুষ মারে, যারা হাতুড়ি দিয়ে পিটিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দমিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা শেখাবে ম্যানার? তারা ম্যানারের নাম করে যা শেখাবে তা হচ্ছে কিভাবে মানুষ মারতে হয়, কিভাবে হত্যা করতে হয়।’
এসময় তিনি আবাসিক হলগুলোতে বৈধ সিট নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান।
এনএস/
আরও পড়ুন