ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাবির অ্যালামনাই এ্যাসোসিয়েশনের মিলনমেলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১২ মার্চ ২০২২ | আপডেট: ২১:৩৩, ১২ মার্চ ২০২২

শিক্ষা গবেষণা ও মান উন্নয়নে আগামী একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোথায় নিয়ে যাওয়া হবে তার রুপরেখা নিয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছেন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।

ঢাবির শতবর্ষে অ্যালামনাই এ্যাসোসিয়েশনের মিলনমেলায় প্রাণের উচ্ছ্বাসে মেতেছেন তিন প্রজন্মের শিক্ষার্থীরা। ছবি তোলাসহ বন্ধু-সহপাঠীদের সাথে স্মৃতি বিনিময়ে মেতে উঠলেন সবাই।

প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে এসেছেন ১৯৭৩ সালের শিক্ষার্থীও। উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি জানালেন প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার কথা।  তাদের একজন বলেন, ‘‘গবেষণা করতে হবে এবং বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিয্রগিতা করে আমাদের টিকে থাকতে হবে।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বপ্নের শেষ নেই । অনেক দূর যেতে হবে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মতিউল আলম। 

তিনি বলেন, ‘‘এই দেশকে আমি যা দিয়েছি, তার চেয়ে এই দেশ আমাকে অনেক বেশি দিয়েছে। আমার কর্মজীবনের স্বীকৃতি হিসেবে আমি তিনটি লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছি।’’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো মাথা নোয়াতে জানে না। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়- এমন প্রত্যাশা বিশিষ্টজনদের।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন,  ‘‘আমাদের ফিজিক্যাল মাষ্টারপ্ল্যান রয়েছে, তার সঙ্গে একাডেমিক মাষ্টারপ্ল্যানটি যেন অবশ্যই খুব দ্রুততার সঙ্গে করা হয়।’’

পতাকা উত্তোলন করে মিলনমেলার উদ্বোধন হয়। দিনভর নানা আনন্দ আয়োজনের পাশাপাশি বাদ্যযন্ত্রের তালে নাচে-গানে মেতে ওঠেন সবাই।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি