ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাবির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে ৭০ শতাংশ ফেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩০, ১৪ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ৭০ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষায় ফলাফলে এ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

পরীক্ষায় অংশ নেয়া ৪০ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছেন ২৮ জন আর পাশ করেছেন ১২ জন। যা শতকরা হিসাবে ৭০ শতাংশ।

গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের একটি কপি রেজিস্ট্রার বিল্ডিংয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, পরীক্ষায় অংশগ্রহণকারী ৪০ পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন অনুত্তীর্ণ হয়েছেন। এছাড়া উত্তীর্ণ ১২ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বাকি ৭০ শতাংশই ফেল করেছে বলে ফলাফলের কপিতে দেখানো হয়। আর উত্তীর্ণ ১২ পরীক্ষার্থীর ১১ জনই মেয়ে।

শিক্ষার্থীরা জানান, ‘নিউট্রিশন প্রবলেম’ নামের ৪০৯ নম্বর কোর্সে তারা অনুত্তীর্ণ হয়েছেন। ওই কোর্সের শিক্ষক পরীক্ষার আগেই বিভিন্নভাবে তাদের বুঝিয়ে দিয়েছেন যে তারা এ কোর্সে ভালো করতে পারবেন না। কারণ তিনি মিডটার্ম না নিয়ে প্রেজেন্টেশন ও রিপোর্টের ওপর ভিত্তি করে নম্বর দিতে চেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ৭০ শতাংশ ফেল আমি এমন বিষয় শুনিনি। তবে অভিযোগ আসলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

 

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি