ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঢাবির বাসে পরিবহন শ্রমিকদের হামলা, শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:০৫, ২১ নভেম্বর ২০১৯

পরিবহন শ্রমিকদের আন্দোলন চলাকালীন বুধবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী তিনটি বাসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করে তারা। মানববন্ধন থেকে শিক্ষার্থীদের বাসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ডাকসুর ছাত্র পরিবহন সংসদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানবন্ধনে অংশ নিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন তো কোন বাস ভাঙিনি, গাড়ি ভাঙিনি। এটি কোনো আন্দোলন নয়, নৈরাজ্য। আমরা জানি, পরিবহন সেক্টরকে কারা অস্থিতিশীল করে।’

হামলার সময় একজন পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে ভিডিও করেছেন উল্লেখ করে নুরুল হক নুর এর তীব্র নিন্দা জানান।

ডাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা চালিয়ে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল। শ্রমিক সংগঠনের নামে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে হামলা করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আঘাত করেছে। শ্রমিক সংগঠনের বা মালিকের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়; যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন।’

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহন পরিষদের আহ্বায়ক মোবারক হোসেন বলেন, ‘এরপর আর কখনও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসে হামলা করা হয় তাহলে আমরা শক্ত অবস্থানে যাব।’

তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে হামলাকারীদের যথাযথ শাস্তির আওতায় আনতে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাবি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি