ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ঢাবির বিশেষ সমাবর্তন ৪ জুলাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৭:১৩, ৩০ জুন ২০১৭

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুপুর ২ টায় এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ-এর মহাপরিচালক ইউকিয়া আমানো। উক্ত সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ডক্টর অব লজ  ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন অনুষ্ঠানে  তিনি ‘শান্তি ও উন্নয়নে পারমাণবিক শক্তি’ শীর্ষক বক্তৃতা প্রদান করবেন।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি