ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ঢাবির রোকেয়া হলের সামনে মানব ভ্রূণ উদ্ধার

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২১:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনে যাত্রী ছাউনি থেকে তিন মাস বয়সী মানব ভ্রূণ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই যাত্রী ছাউনি থেকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

ঢামেক সূত্রে জানা যায়, ভ্রূণটির বয়স ১২ সপ্তাহ এবং বর্তমানে ভ্রুণটি হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি যাত্রী ছাউনিতে ভ্রূণটি পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন দেয়। পরে প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে এবং শাহবাগ থানায় জানানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনির বেঞ্চের নিচ থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, সন্ধ্যায় ভ্রুণটি কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে জানতে সিসি টিভির  ‍ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি