ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাবির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছে এফএসবিএল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২৮ মে ২০১৭ | আপডেট: ১১:৫৩, ২৯ মে ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি প্রদান করে ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এবং ব্রাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন উপস্থিত ছিলেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রতি মাসে ৫০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি