ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাবির ১৫ শিক্ষার্থীর ভর্তি বাতিলে সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:২০, ৫ জানুয়ারি ২০১৮

জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার দায়ে অভিযুক্ত ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শৃঙ্খলা কমিটিবৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শৃঙ্খলা কমিটি কর্তৃক সুপারিশ করা এসব শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের বিষয়টি চূড়ান্ত হবে সর্বোচ্চ সিন্ডিকেটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ড. গোলাম রব্বানী জানান, জালিয়াতির মাধ্যমে যে সব শিক্ষার্থী ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির সভায় সুপারিশ করা হয়েছে। এখন সুপারিশটি সিন্ডিকেটে পাঠানো হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সিআইডির বিশেষ অভিযানে আটক হওয়ারা ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে বিভিন্ন কারণে ১৬ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি