ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ঢিলেঢালাভাবে চলছে বিএনপির হরতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ঢিলেঢালাভাবে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। মাঠে নেই নেতাকর্মীরা। 

রোবারর (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি। কিন্তু তাদের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

রোববার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে যান চলাচল। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও। 

এদিকে, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতেও চলছে যানবাহন। 

সারাদেশে ট্রেন চলাচলও স্বাভাবিক। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে লঞ্চ। 

অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সারাদেশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি