তত্ত্বাবধায়ক নয়, সংবিধানের আলোকেই নির্বাচন : এরশাদ
প্রকাশিত : ১৫:১২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আমরা বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করে নাই। সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পার্টির এক পথসভায় এরশাদ এসব কথা বলেন। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন ‘ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দেন এরশাদ।
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে উত্তপ্ত রাজনীতির বিষয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আগে রায় হোক তারপর দেখা যাবে।
জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল দাবি করে এরশাদ বলেন, সংঘাত, বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোসহ জ্বালাও পোড়াও বিশ্বাস করে না তার দল।
জাতীয় পার্টিকে নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করে এরশাদ বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন করা যায় না। তিনি বলেন, জেলে থেকেও তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তাই আগামী নির্বাচনেও যেভাবেই হোক জাতীয় পার্টি অংশ নেবে এবং তিনশ’ আসনেই প্রার্থী রয়েছে তাদের।
বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মো. নিজামুদ্দৌলা মতির সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
/ এআর /
আরও পড়ুন