ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘তত্ত্বাবধায়ক সরকারে আর ফেরা সম্ভব নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২২ মার্চ ২০২৩ | আপডেট: ২২:২৯, ২২ মার্চ ২০২৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর ফিরে যাওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে এ কথা সাফ জানানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি একথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আজকে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলাম। আজকে আমেরিকান অ্যাম্বাসেডরকে আমরা বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু সো-কল্ড কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাগেইন।’

তিনি বলেন, বিএনপির ঘাড় থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলতে হবে। দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।

বিএনপিকে অবৈধ দল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় শক্তি কমে তাদের মুখের বিষ উগ্র হয়ে উঠেছে। 

বিএনপির আন্দোলনে জনগণ আর সাড়া দেবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগ অন্যান্য সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন।

বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে। 
এরমধ্যে আজ বুধবার মার্কিন দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে এলেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি