ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের প্রশ্নই উঠে না: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:১৬, ১৫ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বলেছেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে খালেদা জিয়া যা করেছেন তাতে তিনি এই ধারণাটাকেই নষ্ট করে দিয়েছেন। তাই ওই ধরনের সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নই উঠে না।

শনিবার পাবনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম আরো বলেন, নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে।’

নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন (ইসি)। তাই নির্বাচনে কারচুপির কোনো ভয় নেই। ওই সময় ডিসি-এসপি-ওসিদের শেখ হাসিনার সরকার বদলি করতে পারবে না, তাদের বদলির ক্ষমতা থাকবে ইসির হাতে।

মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগ কোনো সময় নির্বাচন বর্জন বা বয়কট করেনি। এরশাদের আমলেও ১৯৮৬ সালে আওয়ামী লীগ নির্বাচন করেছে। তাই বিএনপির ভয়ের কোনো কারণ নেই।

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি