ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

তথ্য চুরি: কংগ্রেসের জিজ্ঞাসাবাদের মুখে ফেসবুক প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২৮ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য, গণমাধ্যমের কর্মী ও ব্যবহারকারীদের আমন্ত্রণে সাড়া দিয়ে এবার দেশটির কংগ্রেসের মুখোমুখি হতে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়ান্ট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ।

এদিকে ফেসবুক প্রতিষ্ঠাতার এমন সিদ্ধান্তে চাপে পড়তে যাচ্ছে আরেক দুই জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের নির্বাহী প্রধান সুন্দর পিচাই এবং টুইটারের নির্বাহী প্রধান জেক ডরসি। সিনেটের বিচার বিভাগীয় চেয়ারম্যান চাক গ্রেসলি ওই তিন নির্বাহীকে কংগ্রেসে উপস্থিত হয়ে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করতে বলেন। এতে সাড়া দিয়ে ফেসবুক প্রধান আগামী সপ্তাহেই কংগ্রেসে হাজির হবেন বলে জানা গেছে।

ফেসবুক সূত্র বলছে, ৩৩ বছর বয়সী জাকারবার্গ কংগ্রেসের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে দিন কাটছে তার। একইসঙ্গে ওই সাক্ষগ্রহণ বৈঠকে তিনি কি বলবেন সে বিষয়ে খসড়া তৈরি করছেন ফেসবুক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, যুক্তরাজ্যের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের লাখ লাখ নথি হাতিয়ে নিয়েছে। ওই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনসহ ডেনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবির এবং ভারতের কংগ্রেস-বিজেপির কাছে তথ্য বিক্রি করেছে। এমন অভিযোগে ওঠার পর থেকেই মারাত্মক চাপে রয়েছে ফেসবুক।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি