ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তথ্য প্রযুক্তি বিষয়ক মেলা অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২১ শে অক্টোবর

প্রকাশিত : ১৮:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৯, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

‘নন স্টপ বাংলাদেশ’ স্লোাগানে আগামী ১৯ থেকে ২১ শে অক্টোবর তথ্য প্রযুক্তি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ অনুষ্ঠিত হবে। সোমবার সকালে সচিবালয়ে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ এর উপদেষ্টা কমিটির সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। সে সময় তিনি বলেন, সরকারের ৪০টি মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহারের বিষয়টি তুলে ধরবে। মন্ত্রী বলেন, ২বছরের আগের ২শ৫০ মিলিয়ন ডলারের রপ্তানী এখন ৭০০ মিলিয়ন ডলারে পৌছেছে। সফটওয়র রপ্তানী থেকে বাংলাদেশ  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল -বিসিসি, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস-বেসিস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই কর্মসূচির সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ মেলার আয়োজন করছে। ৩ দিন ব্যাপি মেলাটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি