ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

তনুশ্রীকে যৌন হেনস্থা, সমর্থন করেও বিতর্কে টুইঙ্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮

শুটিং সেটে যৌন হেনস্থা। যা নিয়ে নানা পাটেকরের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তিনি। তনুশ্রীর এই অভিযোগে তার সমর্থনে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, ফারহান আখতার, টুইঙ্কেল খান্না সহ আরও অনেকে। তবে এই সমর্থনের মধ্যেও অনেকের সমর্থন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তনুশ্রী দত্ত।

তনুশ্রীর যৌন হেনস্থার ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, সোনম কাপুর, ফারহান আখতার, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর টুইঙ্কেল খান্না সহ আরও অনেকে। সকলের সমর্থন পেয়ে তনুশ্রী খুশি। তবে তার কথায় শুধুই সমর্থন করে বা মুখ খুলে এধরনের অপরাধ আটকানো যাবে না। এগুলো বন্ধ করতে নানা পাটেকরের মতো অভিনেতার সঙ্গে কাজ করা বন্ধ করতে হবে। মুখে বিরোধিতা করে পরে আবার সেই অভিনেতার সঙ্গেই কাজ করতে চলে গেলেন এধরনের সমর্থনের কোনও ভিত্তি নেই।

এ প্রসঙ্গে তনুশ্রী দত্ত সরাসরি অক্ষয় ঘরণী টুইঙ্কেল খান্নার নাম করেই বিতর্কের সৃষ্টি করলেন। তনুশ্রীর কথায়, ‘টুইঙ্কেল ম্যাম আমায় সমর্থন করেছেন তার জন্য ধন্যবাদ। তবে আপনার স্বামী অক্ষয় কুমার খুব শীঘ্রই সেই নানা পাটেকরের সঙ্গেই শুটিং শুরু করতে চলেছেন। তাই এটাও একটা প্রশ্ন যারা সমর্থন করছেন তাদের সমর্থন কতটা প্রকৃত? এ ধরনের সমর্থনের কোনও যুক্তি নেই। যদি এ ধরনের লোকজনকে আটকাতেই না পারা গেল তাহলে আর কী হলো?

প্রসঙ্গত, তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে টুইট করে অক্ষয় পত্নী টুইঙ্কেল লিখেছিলেন, ‘দয়া করে তনুশ্রীর সমালোচনা না করে আমাদের উচিত নারীদের জন্য কাজর সঠিক পরিবেশ তৈরি করা। যেখানে তারা সুস্থ ভাবে নিজের অধিকারে কাজ করতে পারবে। আমার মনে হয় এ ধরনের সাহসি নারীদের কথা শোনা উচিত। তবেই আমরা নারীরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।’

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি