ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তপুতেই উদ্ধার...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ৬ সেপ্টেম্বর ২০১৮

মধুর প্রতিশোধ নেওয়ার ম্যাচে প্রথম দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ফুটবলার তপু বর্মণ। ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা তো তিনিই করেছিলেন। এরপরই আলোচনায় আসেন তপু বর্মণ। ভুটানের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর পাকিস্তান ম্যাচেও ধারবাহিকতা ধরে রেখেছেন ২৩ বছর বয়সী এই বালক।

পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বিদের ১-০ গোলে হারানো ম্যাচে একমাত্র গোলটা তো তিনিই করেছেন। আর তার গোলেই সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ করলো টিম বাংলাদেশ। খেলার প্রথমার্ধ থেকেই তপু বর্মণ তাতিয়ে উঠেন। বারবার পাকিস্তানের আক্রমণ রুখে দেন একাই।

ডিফেন্ডার হয়েও প্রতি ম্যাচে তার গোল করা টিম বাংলাদেশের জন্য এক আশীর্বাদরূপে ধরা দিয়েছে। প্রথমার্ধে যখন কোনো দলই গোলের দেখা পায়নি, তখন দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার শানিত করে তপু-সুহিল-জামালরা। আর এর ফলাফলও পেয়ে যান ৮৪ মিনিটে। তপুর দূর পাল্লার লক্ষ্যভেদী শট ভেদ করে পাকিস্তানের জাল। এতেই উল্লাসে ফেটে পড়েন বঙ্গবন্ধু স্টেডিয়ামের হাজার হাজার দর্শক।


এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি