ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তফসিল ঘোষণার আগে খালেদার মুক্তি চায় বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২১, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,তফসিল ঘোষণার আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সব মামলা প্রত্যাহার করতে হবে। দেশকে রক্ষা করতে হলে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ দাবি জানান।

একই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে অচল করে দেবার ষড়যন্ত্র করছেন। আমি বলবো, আপনারা চীনা বাদাম খাওয়ারও সময় পাবেন না। এমনভাবে বিদায় করা হবে।

এ জনসভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি