ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তমাল কান্তি নন্দী বিটিসিএলের নতুন এমডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন তমাল কান্তি নন্দী। প্রতিষ্ঠানটির রক্ষনাবেক্ষণ ও চালনা বিভাগের সদস্য পদ থেকে তাকে এমডি পদে নিয়োগ দেওয়া হয়।

গতকাল রোববার থেকে এমডি হিসেবে দায়িত্বকাল শুরু করেন ৭ম বিসিএসের এই কর্মকর্তা। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি টেলিকম ক্যাডারে সহকারি প্রকৌশলী হিসেবে সেসময়ের বাংলাদেশ তার ও টেলিকম বোর্ডে (বিটিটিবি) যোগদান করেন।

১৯৫৯ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন তমাল কান্তি নন্দী। ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে প্রকৌশল ডিগ্রী অর্জন করেন তিনি।

কর্মজীবনে বিটিটিবি এবং পরে বিটিসিএলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তমাল কান্তি নন্দী।

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি