‘তরুণদের উদ্বেগ বাড়াচ্ছে ফেসবুক’
প্রকাশিত : ১২:১৩, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১১:০৫, ২৩ জুলাই ২০১৭
ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তরুণদের আরো উদ্বিগ্ন করে তুলছে বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে।
ডিচ দ্য লেবেল নামের একটি অ্যান্টি-বুলিয়িং বা পীড়ন-বিরোধী দাতব্য সংস্থা সম্প্রতি এই গবেষণা চালিয়েছে।
এই গবেষণায় জরিপে অংশ নেয়া তরুণ-তরুণীদের মধ্যে ৪০%-ই বলেছেন, কেউ যদি তাদের সেলফিতে লাইক না দেন, তাহলে তারা খারাপ বোধ করেন।
প্রতি তিনজনে একজন বলেছেন, তারা সারাক্ষণই সাইবার-বুলিয়িংয়ের বা পীড়নের আতঙ্কে থাকেন।
আর ৩৫% বলেছেন, তাদের কি পরিমাণ ফলোয়ার বা অনুসারী তার উপর সরাসরি নির্ভর করে তাদের আত্মপ্রত্যয়ের ব্যাপারটি।
একজন বিশেষজ্ঞ বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে শিশুরা `বৈরিতার সংস্কৃতির` মধ্যে বেড়ে উঠছে।
দশ হাজার তরুণ তরুণীর উপর এই জরিপটি চালানো হয়। এদের বয়েস ছিল ১২ থেকে ২০ এর মধ্যে।
৭০% অংশগ্রহণকারী স্বীকার করেছে যে, তারা অনলাইনে অন্যের উপর পীড়নমূলক আচরণ করে। ১৭% দাবী করেছে তারা অনলাইনে পীড়নের স্বীকার হয়েছে। অর্ধেকই বলেছে যে তারা অনলাইনে তাদের সঙ্গে ঘটে যাওয়া খারাপ আচরণগুলো নিয়ে আলোচনা করতে চায় না।
গবেষণায় আরো গেছে, ঘৃণা ছড়ানোর জন্য সবচাইতে বেশী ব্যবহৃত সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনস্টাগ্রাম।
//এআর
আরও পড়ুন