তরুণদের ওপর আস্থা রেখে করপোরেট কর কমাচ্ছি: অর্থমন্ত্রী
প্রকাশিত : ১৭:৪১, ১২ মে ২০১৮
তরুণদের ওপর আস্থা-বিশ্বাস রেখে এবার বাজেটে করপোরেট কর হার কমানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১৮-’১৯ অর্থবছরের বাজেট সামনে রেখে আজ শনিবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি।
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, তরুণদের ওপর বিশ্বাস রেখে এবার করপোরেট কর হার কমাচ্ছি। কারণ খেয়াল করেছি, প্রচুর তরুণ এখন কর দিতে আগ্রহী।
সভায় অর্থমন্ত্রীর পাশাপাশি আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খানসহ অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা।
আলোচনায় অংশ নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, ১৯৯১ সালে আমরা যখন ভ্যাট আইন করি তখন এটি বেশ প্রশংসিত হয়। এরপর ভ্যাট আইন সংস্কার পিছিয়ে গেছে। এ বাস্তবতায় ভ্যাট আইন সংস্কারে গতি সঞ্চার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে চারটি বিষয়ের ওপর প্যানেল আলোচনা হয়। সেগুলো হলো- কর ও ভ্যাট, অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প, অর্থনৈতিক অঞ্চল ও বাণিজ্য এবং বিনিয়োগ, আর্থিক খাত ও পুঁজিবাজার সেশন।
এসময় কর ও ভ্যাট নিয়ে আলোচনায় ঢাকা চেম্বারের পক্ষ থেকে ধাপে ধাপে কর কমানোর প্রস্তাব করা হয়।
বর্তমানে কোম্পানির লভ্যাংশের ওপর একাধিক পর্যায়ে কর দিতে হয়। এ নিয়ে বক্তারা বলেন, এ ব্যবস্থার ফলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন।
প্রদেয় কর অনেক সময় ফেরত পাওয়া যায় না- অভিযোগ করে তারা কোম্পানির লভ্যাংশের ওপর কর যাতে একবারই দেওয়া যায় সেই ব্যবস্থা চালুর প্রস্তাব করেন।
/ এআর /
আরও পড়ুন