তরুণদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে ফেসবুক
প্রকাশিত : ১২:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
বিশ্বে তরুণদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে ফেসবুক। বিশেষ করে যারা ফেসবুকে দীর্ঘদিন ধরে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন, তাদের মধ্যেই হঠাৎ করে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে ফেসবুক। খোদ যুক্তরাষ্ট্রেই ফেসবুকের জনপ্রিয়তা কমেছে কয়েক শতাংশ। চলতি বছরের ফেসবুকের জনপ্রিয়তা তরুণদের মধ্যে ৫-৮ শতাংশ কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার।
এদিকে তরুণদের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা কমতে থাকলেও বয়স্কদের মধ্যে বাড়ছে এর জনপ্রিয়তা। বিশেষ করে, বাবা-মা, দাদা-দাদী, নান-নানীসহ পঞ্চাশোর্ধদের কাছে ফেসবুকের জনপ্রিয়তা ব্যাপকহারে বাড়ছে। ফেসবুকের মূল টার্গেট যদিও তরুণ-তরুণী তবুও বর্তমানে বয়োজ্যেষ্ঠরা ফেসবুককে সাদরে গ্রহণ করছে।
গবেষণা প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ বছর ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ফেসবুক ব্যবহার ৫ দশমিক ৮ শতাংশ কমবে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রেও ফেসবুকের ব্যবহার একইমাত্রায় কমতে দেখা যাবে। ২০১৯-২০ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। সব মিলিয়ে ২৫ বছরের কম বয়সী ২০ লাখ ব্যবহারকারী হারাবে ফেসবুক।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে ফেসবুক এখনো সবচেয়ে জনপ্রিয় সাইট। ১৬ কোটি ৯৫ লাখ ব্যবহারকারী রয়েছে সেখানে। ইমার্কেটারের পূর্বাভাস অনুযায়ী, এ বছর ইনস্টাগ্রাম ব্যবহারকারী দাঁড়াবে ১০ কোটি ৪৭ লাখ আর স্ন্যাপচ্যাট ব্যবহারকারী দাঁড়াবে ৮ কোটি ৬৫ লাখে। গত বছরে ইমার্কেটার পূর্বাভাস দিয়েছিল, এ বছর প্রথমবারের মতো তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারকারী কমতে দেখা যাবে। বছর শেষে তাই ফলেছে।
সূত্র: ফোরচোন ম্যাগাজিন
এমজে/
আরও পড়ুন