ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

তরুণদের মাঝে অমর হয়ে থাকবেন নজরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৫ মে ২০১৮

কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী বলেছেন, দেশ-ভাষার মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামও অমর হয়ে থাকবেন । তিনি বলেন, নজরুল তরুণদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। এ দেশ-ভাষা যতদিন থাকবে কবিও ততদিন অমর হয়ে থাকবেন।

আজ শুক্রবার (২৫ মে) কবির ১১৯তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উমা কাজী ছাড়াও জাতীয় কবির পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উমা কাজী বলেন, কবি নজরুল কবিতা-গানে দেশের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন। কবিকে জানতে হলে কবির কবিতাকে জানতে হবে, কবির লেখা পড়তে হবে। বিভিন্ন ভাষায় কবির লেখাকে ছড়িয়ে দিতে হবে।

দিবসটি উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে দিনটি পালন করবে।

টিআর/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি