ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তরুণদের মাঝে সারা ফেলেছে ‘সিম্পল লাভ স্টোরি’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভালোবাসার খুঁনসুঁটি নিয়ে একুশে টেলিভিশনে প্রতি সোমবার রাতে আয়োজন করা হয় জনপ্রিয় অনুষ্ঠান ‘সিম্পল লাভ স্টোরি’। ভালোবাসার নানান কথার সরাসরি অনুষ্ঠান ‘সিম্পল লাভ স্টোরি’ দর্শকপ্রিয়তা পেয়েছে অনেক আগেই। হালের তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে একুশে টেলিভিশনের এই অনুষ্ঠানটি।

মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় অনুষ্ঠানটিতে নতুন নতুন জুটির সঙ্গে হাজির হন টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা জোভান ও সাবিলা নূর। তাদের ভিন্ন ধারার উপস্থাপনায় ‘সিম্পল লাভ স্টেরি’ আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটিতে অতিথিরা তাদের ভালোবাসার গল্প, অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে আড্ডা দেন।

আড্ডার পাশাপাশি দর্শকের সরাসরি ফোন, ফেসবুক কমেন্ট এবং ভালোবাসার গান শোনানোর অনুরোধের সুযোগও থাকে। ভালোবাসার গল্প, অভিজ্ঞতা, জটিলতা এবং দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়।

 

‘সিম্পল লাভ স্টোরি’র সোমবারের পর্ব :

 

‘সিম্পল লাভ স্টোরি’র সবগুলো পর্ব দেখতে ক্লিক করুন :

http://www.ekushey-tv.com/videogallery/category.php?typeinfo=5

 

এসএ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি