ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘তর্জনী’র প্রথম ঝলক

প্রকাশিত : ০৯:০৬, ২৭ মার্চ ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘তর্জনী’। এটি নির্মাণ করবেন সোহেল রানা বয়াতী। চলতি বছরের ১ মে এর শুটিং শুরু হতে যাচ্ছে।

এরই মধ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট কনসেপ্ট পোস্টার বা প্রথম ধারণাগত পোস্টার। ‘তর্জনী’ চলচ্চিত্রের গল্প লিখেছেন যৌথভাবে নির্মাতা সোহেল রানা বয়াতী ও শাহাদাত রাসেল। এটি প্রযোজনা করছে শিমুল খান মোশন পিকচার্স।

সিনেমাটির প্রযোজক শিমুল খান বলেন, ‘আমার মা ছিলেন বঙ্গবন্ধুর ভক্ত। মাকে দেখেই ছোটবেলা থেকে জাতির পিতার প্রতি আমার গভীর সম্মান জন্মায় এবং তাকে নিয়ে কিছু করার ইচ্ছে জাগে। সে সুযোগ এবার পেলাম।’

‘তর্জনী’ নিয়ে শিমুল খান বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হবে। তবে এখানে বঙ্গবন্ধুর বা ৭ই মার্চের ভাষণ সরাসরি দেখানো হবে না। সিনেমায় ১৯৭১, ১৯৭৫ ও ২০১৭ সালের তিনটি গল্প এগিয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যার মূল চরিত্রে থাকবে ১০ বছরের একটি শিশু। খুব শিগগিরই সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করব।’

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি জেলায় তিন লটে শুটিং চলবে ‘তর্জনী’র। ২০২০ সালের ৭ই মার্চ দেশে এবং বিদেশে একযোগে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

এ বিষয়ে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতী বলেন, ‘এটি আমার নতুন কাজ। আমরা সকলেই জানি যে, বঙ্গবন্ধু ও তার বলিষ্ট নেতৃত্ব এদেশের মুক্তিকামী মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিল। আর ৭ মার্চের ভাষণ ছিল এ জাতীর মুক্তির দিশা। যখনই সেই কণ্ঠ শুনি মনের মধ্যে কেমন যেনো একটা অনুভুতি কাজ করে। তাই অনেকদিন থেকে এই মহান নেতাকে নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। এবার সুযোগ এসেছে। সাহস নিয়ে কাজটি করতে চাই।’

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি