ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ০৮:৩৮, ৩ এপ্রিল ২০২৪

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তাইওয়ানে একটি বহুতল ভবন হেলে পড়েছে। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তাইওয়ানে একটি বহুতল ভবন হেলে পড়েছে। ছবি: সংগৃহীত

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ কারণে তিনদেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল হুয়ালিন শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বললেও জাপান ভূ-তাত্ত্বিক সংস্থা বলছে, এর মাত্রা ৭ দশমিক ৭। 

ঘটনার পর জাপান, ফিলিপাইনসহ প্রতিদেশী দেশগুলোর সাগরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূল এলাকায় ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ আসার আশংকা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মিলেনি। 

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ভূমিকম্পের প্রভাবে এরইমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮৭ হাজার বাড়ি। ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবা ব্যবস্থাও। 

শক্তিশালী এই ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর একটি সিরিজ আফটারশক অনুভূত হয় যা পরে প্রায় এক ঘণ্টা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, তাইওয়ানের বেশ কিছু ভবন নীচ থেকে কেঁপে উঠেছে। এছাড়াও দ্বীপটির পূর্বাঞ্চলে ভূমিধস হয়েছে।

তাইওয়ান কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে  ও বাসিন্দাদের ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছে।

তাইওয়ানের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এরআগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪শ’ মানুষ নিহত হয়।

এদিকে, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিশাল মাত্রার এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা রয়েছে তাইওয়ান ও তার প্রতিবেশী এই তিন দেশে। সুনামির সময় সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার (৯ ফুট) ছাড়িয়ে যেতে পারে।

ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জেএমএ। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

জেএমএ আরও বলেছে, ‘সুনামি উপকূলের দিকে ধেয়ে আসছে। যত দ্রুত সম্ভব বাসিন্দাদের সরিয়ে ফেলুন। ঢেউ বারবার আঘাত করতে পারে। আর সতর্কতা প্রত্যাহার করার আগ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যান।’
 
এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি