ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৬ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

তাইওয়ানের পূর্ব উপকূলে শুক্রবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে এ দ্বীপ রাষ্ট্রের সরকার নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হুয়ালিয়েনের কাছে ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে। স্থানটি গত এপ্রিল মাসে আঘাত হানা একটি বড় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন এক্ষেত্রে মোবাইলে বার্তা পাঠানোর মাধ্যমে সতর্কতা জারি করে মানুষকে সাবধান এবং শান্ত থাকার কথা বলেছে।

স্থানীয় দমকল দপ্তর জানায়, হুয়ালিয়েনে ভূমিকম্পের সময় লিফটে আটকে থাকা দুজনকে উদ্ধার করা হয়েছে।

তবে জাতীয় দমকল সংস্থা জানিয়েছে, সেখানে এ ভূমিকম্পের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেশটির উচ্চ-গতির ট্রেন, রেল এবং মেট্রো ব্যবস্থা সবই স্বাভাবিকভাবে চলাচল করছে।

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি