ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তাইজুলের ১১ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৫ নভেম্বর ২০১৮

তাইজুল ঘূর্ণিতে কুপোকাত জিম্বাবুয়ে। সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুলকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে হচ্ছে জিম্বুাবুয়ের ব্যাটসম্যানদের। তাইজুল ঘূর্ণিতে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস থামে ১৮১ রানে।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাইজুলের শিকার সংখ্যা ১১ উইকেট। এটিই প্রথম কোনো টেস্টে তাইজুলের ১১ উইকেট নেওয়া।

তাইজুল ২৮ ওভার ৪ বল করে ২ দশমিক ১৬ ইকোনমিতে ৬২ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। এই ৫ উইকেটের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাটসম্যান। এরা হলেন-টেলর, উইলিয়ামস, সিকান্দার রাজা, মুর ও চাতারা।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৯.৩ ওভার বল করে মাত্র ২.৭৩ ইকনোমিতে ১০৮ রান দিয়ে তাইজুল নিয়েছিলেন ৬ উইকেট। ঘূর্ণিজাদুতে একাই ধসিয়ে দিয়েছিলেন সফরকারীদের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ এখন মহাবিপাকে আছে। জিম্বাবুয়েকে দ্রুত থামিয়ে দেওয়াটাই যখন লক্ষ্য তখন বল হাতে আবারও জ্বলে ওঠেন তাইজুল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন তাইজুল। আজ সোমবার ম্যাচের তৃতীয় দিনে তাইজুলের শিকার হন ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর এবং সিকান্দার রাজা।

এর আগে ২০০৫ সালে এনামুল হক জুনিয়র বাংলাদেশের হয়ে প্রথমবার এক টেস্টে ১২ উইকেট শিকার করেছিলেন। এরপর বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ২০১৪ ও ২০১৭ সালে দুইবার এই কীর্তি গড়েন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে এই কীর্তি গড়েন মেহেদী মিরাজ।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি