ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তাজমহল হবে ‘তেজ মন্দির’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮

পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহল। তবে এটি আর ‘তাজমহল’ থাকছে না। এর নতুন নাম হতে যাচ্ছে ‘তেজ মন্দির’। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সাংসদ ভিনয় কাতিয়ার।

চলতি মাসের ১৮ থেকে ২৭ তারিখ পর্যন্ত তাজমহলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তাজ মহোৎসব’। এ বিষয়ে ঘোষণা দিতে গিয়ে চলতি সপ্তাহের সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাতিয়ার। আর তাজমহলকে তেজ মন্দিরে রুপান্তরের প্রক্রিয়া বেশ জোরে সোরেই এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা অনুষ্ঠানটিকে ‘তাজ মহোৎসব’ বলতে পারেন। আবার তেজ ‘মহোৎসবও’ বলতে পারেন। দুটোই এক”।

এসময় এই উৎসবের বিষয়ে জানতে চাওয়া হলে এএনআই’কে এই সাংসদ বলেন, “তাজ আর তেজ এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। আওরঙ্গজেব (মোঘল সম্রাট) আমাদের মন্দিরকে সমাধিস্থলে পরিণত করেছিল। আমরাও দ্রুত তাজমহলকে তেজ মন্দির বানাব”।

স্থানীয় গণমাধ্যম টাইমস নাউ কে তিনি আরও বলেন, “একটা সময় আসবে যখন ঐ সমাধিস্থল ‘কোন এক কর্তৃপক্ষ’ ধ্বংস করে দিবে। তেজ মহল আমাদের ঐতিহ্য। এখানে হতে যাওয়া অনুষ্ঠান হলে তা আমাদের পর্যটন শিল্পের জন্যও ভাল। অনুষ্ঠান উপলক্ষ্যে অনেক পর্যটক আসবে”।

পাশাপাশি তাজ মহলে হতে যাওয়া ঐ অনুষ্ঠানের থিম হবে ‘রাম’। এতে প্রধান অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য নাথ এবং রাজ্যপাল রাম নায়েক।

তবে অনুষ্ঠানের থিম নির্ধারণে সরকারের কোন প্রভাব নেই বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। এক বিবৃতিতে তারা জানায়, অনুষ্ঠানটির আয়োজক কমিটিই অনুষ্ঠানের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

সূত্র: স্ক্রল ডট ইন

এস এইচ এস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি