ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

তাজরীন ট্র্যাজেডির ১১ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৪ নভেম্বর ২০২৩ | আপডেট: ১২:২০, ২৪ নভেম্বর ২০২৩

তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিকের মৃত্যুর ১১ বছর পূর্ণ হল আজ।

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ১১ তম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আত্মীয়-স্বজন, আহত শ্রমিক ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। 

২০১২ সালের এই দিনে ১১৪ জন শ্রমিক নিহত হন তাজরীন ফ্যাশনস কারখানার আগুনে। আহত হন অনেকে।

তবে এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।  

শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, এই দীর্ঘ ১১ বছরেও হতাহত শ্রমিকরা পায়নি পুনর্বাসন ও সুচিকিৎসা। এ ছাড়া সরকার ও বিজিএমইএর কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী মেলেনি প্রাপ্তি।

কারখানাটিতে এক হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন, দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। মরদেহ শনাক্ত হওয়ায় ৫৮ জনকে পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের মরদেহ শনাক্ত না হওয়ায় তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি