তামাক নিয়ন্ত্রন আইন মানছে বিভিন্ন তামাক কোম্পানি
প্রকাশিত : ১৯:৩১, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩১, ২০ সেপ্টেম্বর ২০১৬
তামাক নিয়ন্ত্রন আইন ও বিধিমালায় সচিত্র সর্তকবাণী প্রচারের বাধ্যবাধকতা থাকলেও বিভিন্ন তামাক কোম্পানি তা মানছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন-ইপসা। চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, তামাকজাত দ্রব্য সেবনে প্রতিবছর দেশে ১ লাখ মানুষ মারা যায় আর পঙ্গুত্ববরণ করে পৌনে ৪ লাখ মানুষ। বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন