ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

তামিম ছাড়াই করাচিকে হারিয়ে ফাইনালে পেশাওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২২ মার্চ ২০১৮

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল তামিমের পেশাওয়ার জালমি। যদিও হাঁটুর চোটে খেলা হয়নি তামিম ইকবালের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে বাংলাদেশি ওপেনারকে ছাড়াই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালের মিশনে নেমেছিল তার দল পেশাওয়ার জালমি। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হলে খেলা ২০ থেকে নেমে আসে ১৬ ওভারে। টস জিতে পেশোয়ারকে ব্যাটিং করতে পাঠায় করাচির অধিনায়ক মোহাম্মদ আমির।  

এ ম্যাচে কামরান আকমালের ঝড়ে পেশাওয়ার স্কোরে জমা করে ৭ উইকেটে ১৭০ রান। কামরান মাত্র ২৭ বলে ৫ চার ও ৮ ছক্কায় খেলেন ৭৭ রানের টর্নেডো ইনিংস। তার সঙ্গে আন্দ্রে ফ্লেচার ৩০ বলে করেন ৩৪ রান, আর অধিনায়ক ড্যারেন সামির ব্যাট থেকে আসে ১২ বলে ২৩ রান।

জবাবে মাত্র ২ উইকেট হারালেও ১৫৭ রানের বেশি করতে পারেনি করাচি। ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে অবশ্য ওপেনার মুক্তার আহমেদকে হারায় করাচি। তবে আরেক ওপেনার জো ডেনলি ও বাবর আজমের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে তারা। শেষ ওভারে জয়ের জন্য ২৭ রানের দরকার ছিল দলটির। ডেনলি চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ১৩ রানের বেশি নিতে পারেনি। তাই ডেনলির ৪৬ বলে হার না মানা ৭৯ ও বাবরের ৪৫ বলে খেলা ৬৩ রানের ইনিংস দুটি পারেনি করাচিকে জেতাতে।

তাতে ১৩ রানের জয়ে পিএসএলের এবারের আসরের ফাইনাল নিশ্চিত করে পেশাওয়ার। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। ওই ম্যাচে খেলার সম্ভাবনা আছে তামিমের।

সূত্র: ক্রিকইনফো

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি