ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তামিম-জয়ের ব্যাটে দৃঢ় সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৬ মে ২০২২ | আপডেট: ১৮:০৬, ১৬ মে ২০২২

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৯৭ রানের জবাব দিতে নেমে ব্যাট হাতে দৃঢ়তা দেখাচ্ছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ১৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রানে সোমবার দ্বিতীয় দিন শেষ করেছেন এই দুই ব্যাটার। 

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯, দীনেশ চান্দিমালের ৬৬ ও কুশল মেন্ডিসের ৫৪ রানে ভর করে শ্রীলঙ্কা ১৫৩ ওভারে ৩৯৭ রানে অলআউট হয়। 

বাংলাদেশের পক্ষে একাই ৬টি উইকেট শিকার করেন নাঈম হাসান। এছাড়া সাকিব আল হাসান ৩টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট নেন।

লঙ্কানদের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তামিম ও জয়। গত ১৩ ইনিংসে এই প্রথম উদ্বোধনী জুটিতে অর্ধশত রানের পার্টনারশিপের দেখা মিলল। 

৫২ বল মোকাবেলা করে ৩৫ রানে অপরাজিত আছেন তামিম। জয় ৬৬ বলে ৩১ রান করেছেন। দুজনই পাঁচটি করে চার হাঁকিয়েছেন। এখনও সফরকারীদের চেয়ে ৩২১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৬/০ (১৯ ওভার)
তামিম ৩৯*, জয় ৩১*
আসিথা ১৫/০, বিশ্ব ১৭/০
বাংলাদেশ ৩২১ রানে পিছিয়ে।

এসএইচ/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি