ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

তামিম-মুশফিকের চোটে দলে মিঠুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

চোটের কারণে শঙ্কা দেখা দিয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়ে। এর আগে একই সমস্যার কারণে সাকিব আল হাসানকে হারিয়ে ফেলেছে দল। আর এই জন্যই বাড়টি সতর্কতা হিসেবে  প্রথম টি-টোয়েন্টির দলে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মিঠুন।

গতকাল মঙ্গলবার  গ্রানাইটে ব্যাটিং অনুশীলনের সময় হাতের পেশিতে ব্যথা পান তামিম ইকবাল। পরে সেই ব্যথা বেড়েছে আরও। এমন কি পেশি ফুলে গেছে অনেকটা। টেপ পেঁচিয়ে রাখা হয়েছে আক্রান্ত জায়গাটুকুতে।

আর মুশফিকের চোট লেগেছে কবজিতে। দুজনের কারও চোটই লম্বা সময় বাইরে থাকার মত গুরুতর কিছু নয়। তবে প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়ে গেছে।

তবে অধিনায়ক মাহমুদউল্লাহর আশা প্রকাশ করে বলেছেন, দুজনকেই পাওয়া যাবে ম্যাচে। “আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করব। আশা করি, ওদের দুজনকেই প্রথম ম্যাচে আমরা পাব।”

টেস্ট সিরিজের আগে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন মিঠুন। জায়গা পাননি টেস্ট দলে। টি-টোয়েন্টি খেলেছেন ১২টি। সর্বশেষটি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। গত বিপিএলে দেশের ক্রিকেটাদের মধ্যে অন্যতম সেরা পারফরমার ছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। রংপুর রাইডার্সের শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান।

টি-টোয়েন্টির বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি