ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একে আরেকজনের দীর্ঘদিনের বন্ধু থাকলেও এক পর্যায়ে দূরত্ব তৈরি হয় তাদের মাঝে। কথা বন্ধ হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় মুখ দেখাদেখিও। এরমধ্যে সোমবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। ছেলের দীর্ঘ দিনের সতীর্থ তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর পেয়ে হাসতাপালে ছুটে এসেছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। সিসিইউতে তামিমকে দেখে আসেন তারা দুজন। এছাড়া লম্বা সময় তামিমের পরিবারের সঙ্গে কাটান তারা।

তামিমের অসুস্থতার খবরে সোমবার রাতে সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্যলাভের প্রার্থনা করে আবেগঘন এক বার্তা দেন সাকিব। তামিমকে প্রিয় সতীর্থ, বন্ধু ও ভাই হিসেবে উল্লেখ করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। এর আগে সন্ধ্যায় ফোনে তামিমের স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নেন যুক্তরাষ্ট্রে থাকা অলরাউন্ডার।

সাকিবের বার্তার পরদিন বেলা ১২টার পর হাসপাতালে আসেন তার বাবা-মা। ঘণ্টাখানেক হাসপাতালে থেকে দুপুর ১টা ৩০ মিনিটের কাছাকাছি সময়ে বেরিয়ে যান তারা।

ফেরার জন্য গাড়িতে উঠে সংবাদমাধ্যমের কয়েকটি প্রশ্নের উত্তর দেন সাকিবের বাবা মাশরুর রেজা। তামিমের সবশেষ অবস্থা জানিয়ে দোয়া করার কথা বলেন তিনি।

“তামিমের সঙ্গে সাকিবের কথা হয়েছে কি না, আমি জানি না। তবে তামিম ভালো আছে। খুব শিগগিরই বাসায় চলে যেতে পারে।”

“আমাদের এখন দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।”

জাতীয় দল ও এর আগে বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে সাকিব-তামিমের বন্ধুত্ব প্রায় দুই দশকের। সাকিবের বাবা বললেন, এরও আগে থেকেও তামিমের পরিবারের সঙ্গে পরিচয় তার।

“(তামিম) ছেলের মতো না...তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগেই কিন্তু তাঁর বাবার সঙ্গে আমার সম্পর্ক।”


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি